নেত্রকোনার কলমাকান্দায় মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে পাগলা বাজারে বুধবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নিহত মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খানের ছেলে আতাউর রহমান খান আখি’র, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হারিববুর রহমান, আনোয়ার হোসেন খানসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তরা সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ পাবই-সিধলী সড়ককে মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান সড়ক হিসেবে নাম করণের দাবী জানান।
Leave a Reply