কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল হক (৪০) নামে স্থানীয় স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নে পূর্ব জিগাতলা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ওই গ্রামের মো. ফজলুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে সংস্কার কাজ চলায় ওয়ালে পানি দিতে গিয়ে মটরের সকেটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়। কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply