মো. রিপন মিয়া : কলমাকান্দা থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকাণ্ডের জবাবদিহিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত।
ওসি মো. এটি এম মাহমুদুল হকের সভাপতিত্বে এস আই মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দন বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বড়খাপন ইউনিয়ন চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ , উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মো. তাজউদ্দিন আহমেদ, মো. সোহেল রানা, মো. আব্দুল ওহাব, মোস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।
কলমাকান্দা বাজারে অসহনীয় যানজট নিরসন, সিসি ক্যামেরা স্থাপন ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও থানা পুলিশ অফিসার ও গণমাধ্যমকর্মী এবং গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply