নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সুলতান আহম্মেদ খাঁন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
মরহুমের বাড়ি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কনুড়া গ্রামে। এর আগে গত বুধবার পাগলা কৈলাটি সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে সহকারী কমিশনার ভূমি অমিত রায়ের নেতৃত্বে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সহ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
বিকাল ৪ টা ৩০ মিনিটে কৈলাটী জনতা হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন।
Leave a Reply