মো. রিপন মিয়া : নেত্রকোনার কলমাকান্দায় প্রধানমন্ত্রীর উপহার পাকাঘর নির্মাণের কাজ প্রায় শেষ। এসব ঘর আশা জাগাচ্ছে উপজেলার ৮ ইউনিয়নের গৃহহীন ও সর্বহারা ১০১ পরিবারের মধ্যে।
মুজিববর্ষে গৃহহীনদের জন্য পাকাঘর নির্মাণে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় কলমাকান্দায় এই ঘর গৃহহীনরা পাবেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার আট ইউনিয়নে পাকাঘর নির্মাণের কাজ শেষের দিকে।
গত বছরের নভেম্বরে শুরু হওয়া এ প্রকল্পের সুবিধাভোগীদের এ মাসেই জমিসহ এসব ঘর বুঝিয়ে দেয়া হবে। যদিও অধিকাংশ বাড়ি নির্মাণের কাজ শেষ পর্যায়ে।
উপজেলা প্রশাসন এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকবে দুইটি কক্ষ একটি রান্নাঘর একটি শৌচাগার এবং সামনে খোলা বারান্দা৷
উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে- কলমাকান্দা সদর ১৫, নাজিরপুর ২, পোগলা ২, বড়খাপন ১৮, লেঙ্গুরা ১৭, খারনৈ ১৭, কৈলাটি ১৩, রংছাতি ইউনিয়নে ১৭টি ঘর। কলমাকান্দা উপজেলায় মোট ১০১ টি ঘর আশা জাগাচ্ছে আশ্রয়হীন মানুষদের মাঝে।
Leave a Reply