কাজল তালুকদার : কলমাকান্দার নবাগত কবি শাহান শাহ্’র প্রথম কাব্য গ্রন্থ ‘শেষ বিকেলের পত্র’ শীর্ষক প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলা নতুন পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কবি ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা।
প্রধান অতিথি হিসেবে ছিলেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক।
শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন সরকার বাবন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু, শিক্ষানুরাগী পলাশ কান্তি বিশ্বাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির লেখক শাহান শাহ্’।
এসময় বক্তারা বলেন সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মধ্য দিয়ে সমাজকে সুন্দর করতে হবে। কবিতা হোক সকল মত প্রকাশের হাতিয়ার।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করেন কবি আব্দুল্লাহ হক, কবি অনিন্দ্য জসিম কবি বকুল মাষ্টার, কবি মনজুর মোহাম্মদ কবি অজয় রায়, শিক্ষক সাকী তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- প্রবীন কবি আলাউদ্দিন, কবি হেমেন্দ্র তালুকদার, কবি বিপ্লব সাহা, সাহিত্য অনুরাগী দশরথ চন্দ্র অধিকারী, কবি মিজান মোহাম্মদ, কবি ইকবাল হেসেন রুবেল, সাংবাদিক কাজল তালুকদার প্রমুখ।
এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। কলমাকান্দা দুর্গাপুর ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার লেখক,সাংবাদিক, শিক্ষক, ও ছড়াকার সহ সাহিত্য অনুরাগী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply