কাজল তালুকদার : কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ৩১ সদস্যের শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির অন্তবর্তীকালীন ও নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বনিকের সভাপতিত্বে ও নবনির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সভাপতি কাজল দে সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।
আলোচনা সভার পূর্বে কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান অত্র সমিতির অন্তবর্তীকালীন ও নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কেশব কুমার বনিক। এ সময় কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply